ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৮, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। 

অনেকেই খুব সকালে নয়াপল্টনে চলে এসেছেন। সকাল আটটার মধ্যে সেখানে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন জানান, তিনি কুমিল্লা থেকে আসা নেতাকর্মীদের নিয়ে সকাল ৬টায় নয়াপল্টনে এসেছেন। এভাবে আরও অনেক নেতাকর্মী চলে আসেন।

তিনি জানান, অনেকে রাতে নয়াপল্টনে ছিলেন। কেউ কেউ ভোরে চলে এসেছেন।

নয়াপল্টন ছাড়াও আশপাশের অলিগলিতে নেতাকর্মীদের দেখা গেছে। দেশের নানা জায়গা থেকে তারা এসেছেন বলে জানিয়েছেন।