ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ডশিপ’ না বলতে নির্দেশনা হাইকোর্ট বেঞ্চের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৫, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মামলার শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ডশিপ’ বলতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর পরিবর্তে বিচারপতিদের ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে বিচার চলাকালে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই; প্রভুরা চলে গেছে। এখন থেকে মাই লর্ড/লর্ডশিপ নয়; ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ‘এটা সম্মানার্থে।’ আদালত বলেন, ‘ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।’

পরে ওই আদালত কক্ষের বাইরে এ সংক্রান্ত কাগজে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই নির্দেশনা কেবল এই একটি বেঞ্চের জন্য।’