ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের কিংবদন্তী ফুটবল প্লেয়ার মুন্নাকে মরণোত্তর সম্মান জানাবে ভারতের ইস্টবেঙ্গল ক্লাব

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২৭, ২০২৩ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এর কর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘আমরা ১ অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশে কিংবদন্তী ফুটবল খেলোয়াড় মোনেম মুন্না কে মরণোত্তর সম্মান দেওয়ার কথা ভাবছি। আসলামের তো পাসপোর্টই নেই। তবু এখানে খেলে যাওয়া ওদের সবাইকেই সংবর্ধনা দিতে পারলে ভাল লাগবে।’

 

‘বুধবার ক্লাবের কর্মসমিতির বৈঠক আছে। সেখানে সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। এরপরই আমরা সরকারিভাবে বাংলাদেশে মুন্নার পরিবারের কাছে আমন্ত্রণপত্র পাঠাব। বাকিদের কাছেও পাঠানো হতে পারে।’

উল্লেখ্য, বাংলাদেশের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় মোনেম মুন্না ভারতের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলে এক মৌসুম খেলেছিলেন এবং সেখানে অনন্য ফুটবল শৈলী প্রদর্শনের কারণে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন ।