ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চবিতে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকের উপর বর্বোরচিত হামলা 

Link Copied!

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের চায়ের দোকানে চেয়ারে বসতে অনুমতি না নেয়ায় সাংবাদিককে মারধর করে ছাত্রলীগের ২নেতা চবি ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরাফাত রায়হান। এ সময় ভুক্তভুগী সাংবাদিক নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ১০-১২জনের একটি ছাত্রলীগবহর ছাত্রলীগ নেতা খালিদ মাসুদ ও আরাফাত রায়হানের নেতৃত্বে সাংবাদিকের উপর উপর্যুপরি হামলা করে ও পেটে লাথি মারতে থাকে।

 

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে একটি চায়ের দোকানের সামনে । ভুক্তভোগী সাংবাদিক দোস্ত মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৬-১৭ সেশনর শিক্ষার্থী। তিনি চবি সাংবাদিক সমিতির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা স্টেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

 

ভুক্তভোগী শিক্ষার্থী চায়ের দোকানে চা খেতে গিয়ে চেয়ারে বসার অনুমতি না নেয়ায়, ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ বলেন, “তুমি অনুমতি কার থেকে নিয়েছো?”এরপরে একে অপরে বাক বিতন্ডায় জড়িয়ে গেলে খালেন মাসুদ তার মুখে গরম চা মেরে দেয় এবং চায়ের কাপ দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে। তাৎক্ষণিক ১০ থেকে ১২ জনের একটি ছাত্রলীগ বহর এসে ঐ সংবাদিকের নেক্কারজনক হামলা করে ও পেটে লাথি মারতে থাকে। আর এর মাধ্যমে ভুক্তভুগী সাংবাদিক গুরুতর আহত হয় এবং সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে বলে বিভিন্ন সূত্রের মারফতে জানা যায় জানা যায়।

 

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক শুভাশিষ চৌধুরী বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি বমি করেন, তাহলে সিটিস্ক্যান করতে হবে। এ ছাড়া তার কিডনিতে সমস্যা থাকায় ধারণা করা হচ্ছে পেটে গুরুতর আঘাত পেয়েছেন। ভেতরে রক্তক্ষরণ হয়েছে কি না, পরীক্ষা করে দেখতে হবে। তাই যত দ্রুতসম্ভব উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মারধরের শিকার শিক্ষার্থীকে দেখতে গিয়েছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযোগের ভিত্তিতে প্রচলিত আইনের ব্যবস্থায় নিবেন বলে জানিয়েছেন ।

 

অভিযুক্তরা শাখা ছাত্রলীগের উপগ্রুপ (সিএফসি) সদস্য। তারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচয় দেন।