ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭৭ টি জাহাজে ওমান থেকে বাংলাদেশে কয়লা আসার দাবিটি গুজব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৭, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ‘ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

 

মূলত, গত ২৫ মে কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এরপর কয়লার অভাবে সোমবার, ৫ জুন বেলা ১২টার দিকে বন্ধ হয়ে যায় পটুয়াখালীর পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি  জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার দাবিতে একটি তথ্য ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা যায়, কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ইতোমধ্যে কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও বিদ্যুৎকেন্দ্রটির প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রটির জন্য আগামী ২৫ জুনের মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসবে প্রথম জাহাজ। ফলে ২৬ জুন থেকে আবারও উৎপাদন শুরু হতে পারে দেশের সর্ববৃহৎ এই তাপ বিদুৎকেন্দ্রটিতে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লা নিয়ে পরপর আরও ১০টি জাহাজ আসারও কথা রয়েছে।