ঢাকাবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৩১, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লালদিঘি এলাকায় ১৪ দলের পূর্বনির্ধারিত সমাবেশ সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় । বুধবার (৩১ মে) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালী থানার জেলা পরিষধ চত্বরে এই সংঘর্ষ হয়। চট্টগ্রাম এমএইএস গ্রুপ ছাত্রলীগের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

দেশে শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, এবং উন্নয়নেরর ধারাবাহীকতা বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ১৪ আয়োজিত সমাবেশে স্লোগান দেওয়াকে বিতন্ডার জেড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

প্রায় ২০ মিনিট স্থায়ী এই সংঘর্ষে গণসমাবেশ স্থলে ফাঁকা হয়ে যায়। পরে ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদুল আলম সুজনের হস্তক্ষেপে সংঘর্ষ থামে। সংঘর্ষ চলাকালে আওয়ামিলীগ ও ১৪ দল নেতারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। প্রায় আধ ঘন্টা সমাবেশ বন্ধ থাকার পর বিকেল পাঁচটায় আবারও সমাবেশ শুরু হয়।

 

প্রত্যক্ষদর্শিরা জানান, লালদিঘি জেলা পরিষদের সামনে ১৪ দলের গণ সমাবেশে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলের সামনে বিকেল পাঁচটার দিকে এম ই এস কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্ছু এবং সাবেক ছাত্রনেতা বর্তমানে ১৩ নং পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সমর্থনদের সাথে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুইপক্ষই ইট পাটকেল ছুঁড়লে কাউন্সিলর ওয়াসিমের মাথায় লাগলে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলেও সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সমাবেশ শান্তিপুর্ণভাবে শেষ হয় ।

 

জানতে চাইলে ১৪ দলের সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছে। পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে। ‘

 

সমাবেশে সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির, সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সমাবেশে আসা ওমরগনি এমইএস কলেজের সাবেক দুই ছাত্রনেতা আরশেদুল আলম ও ওয়াসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাথর এসে পড়লে ওয়াসিমের মাথা ফেটে যায়। তাঁকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরশেদুল আলম কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সাবেক সদস্য। আর ওয়াসিম ওয়ার্ড কাউন্সিল।