ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বহিষ্কার ও আবিষ্কারের ঘূর্ণিপাকে আবদ্ধ নগর মহিলা দল 

তানভীর মাসুদ | সিটিজি পোস্ট
মে ২১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

“ছাই চাপা আগুন ” আবারও জ্বলে উঠেছে চট্টগ্রাম নগর বিএনপির মহিলা দলে । গত ১৯ মে কাজীর দেউড়িতে বিএনপি’র সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে মহিলা দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে ।

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মহিলা দলের দুই গ্রুপের মারামারি থামানোর জন্য প্রথমে নগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল এগিয়ে আসলেও তাকেও তোয়াক্কা না করে উভয় গ্রুপই তাদের শক্তি প্রদর্শন করতে থাকে। এসময় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা অজ্ঞান হয়ে পড়েন। পরে মঞ্চ থেকে নগর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম বক্কর নেমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি আবুল হাশেম বক্করের নির্দেশ অমান্য করার চেষ্টা করলে সজোরে তার গালে চড় মারেন আবুল হাশেম বক্কর।

এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । শুধু তাই নয় , নগর মহিলা দলের দুই গ্রুপের মারামারি ঘটনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তার নিজের মোবাইলে ভিডিও করেছেন বলে সূত্রে জানা গেছে ।

 

সমাবেশে মারামারির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আজ (২১) মে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি জেসমিন খানম, আখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা লিটা কে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়েছে।

 

এই ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক নগর মহিলা দলের এক নেত্রী বলেন, ” সমাবেশে আগত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা-কর্মী- সমর্থকরা দেখেছে কি ঘটনা ঘটেছিল। যিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসিরকে আজীবন মেয়র হিসেবে দেখতে চেয়েছিলেন, ঐ ব্যক্তি কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ভুল বুঝিয়ে বহিষ্কারের চিঠি ইস্যু করেছে । ফাতেমা বাদশা আপা সহ যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা সবাই রাজপথের পরীক্ষিত নেত্রী। বহিষ্কার হলে কিভাবে আবিষ্কার হতে হয় আমরা তা জানি ”

 

বছর তিনেক পূর্বে একটি সামাজিক অনুষ্ঠানে চট্টগ্রামের তৎকালীন মেয়র আ.জ.ম নাসির এর প্রশংসা করে বক্তব্য রাখার জন্য নগর মহিলা দলের বর্তমান সভাপতি মনোয়ারা বেগম মনি কে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয় ।

 

এই ব্যাপারে জানার জন্য নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায় ।

 

কেন্দ্র কর্তৃক নগর বিএনপি’র মহিলা দলের চার শীর্ষ নেত্রী কে বহিষ্কারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারাদেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্ট্যাটাস দিয়েছেন।

 

বিএনপির তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে, বহিষ্কার এবং আবিষ্কারের ঘূর্ণিপাকে আবদ্ধ থাকা নগর মহিলা দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কার্যকর ভূমিকায় কেবল পারে এই সংকট নিরসন করতে ।