ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে একঘরে করবে কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দেবে।’ 

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক যৌথ সভায় অংশ নেন তিনি।

বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল তুলে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার করেছে সরকার। এতে সংকট সৃষ্টি হবে। এটা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষকে ক্ষতি করবে। এটা সুখকর কিছু বয়ে আনবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সরকার। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। ত্রিদেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।’

সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগ করা সঠিক নাকি ভুল ছিল—প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সিদ্ধান্ত অত্যন্ত সঠিক ছিল। আর নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ কী করবে, এটা নিয়ে ভাবছে না বিএনপি।’