ঢাকাশনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার উপকূলে মোখার আঘাত: ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৪, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আগেই মিয়ানমার উপকূলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

 

বার্তা সংস্থাটি জানিয়েছে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। উপকূলীয় এলাকায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে।

 

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোখা মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) বিকেলে এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

 

আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।

 

মিয়ানমারের স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় ১২টা) পর্যবেক্ষণ অনুসারে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।

 

ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাখাইন রাজ্যের সিটুয়ে থেকে ৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল বলে জানায় মিয়ানমারের আবহাওয়া দপ্তর।