ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছুটি ঘোষণা চট্টগ্রামে অধিকাংশ কারখানা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৩, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের নিরাপত্তায় চট্টগ্রামের অধিকাংশ কারখানা আগামীকাল রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলোও রবিবার সকালে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি বুঝে চালু রাখা বা ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘পূর্বপ্রস্তুতি বিষয়ে সদস্যভুক্ত ২৪৭টি কারখানায় যোগাযোগ করা হয়েছে। যেসব কারখানায় অর্ডার কম তাদের আজ বিকেল ৪টার মধ্যে ছুটি দিতে অনুরোধ করেছি। এ ছাড়া রবিবার ঘূর্ণিঝড়ে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে আজকের (শনিবার) মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলাম। যতটুকু মনে হচ্ছে শিপমেন্ট ঝামেলা নেই এমন বেশির ভাগ কারখানা কাল বন্ধ থাকবে।’

একই কথা বললেন বিকেএমইএ পরিচালক গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি। যত দূর জেনেছি বিকেএমইএ সদস্যদের অধিকাংশ কারখানা আগামীকাল (রবিবার) বন্ধ থাকবে। অন্যরাও সকালের পরিস্থিতি বুঝে পরবর্তি সিদ্ধান্ত নেবে।’

এদিকে চট্টগ্রাম ইপিজেডে আগামীকাল রবিবার বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ বন্ধ থাকার সার্কুলার দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইপিজেডের অভ্যন্তরীণ ৭২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এর পরও কিছু কারখানার শিপমেন্ট শিডিউলের কারণে নিজস্ব জেনারেটরের মাধ্যমে কারখানা চালু রাখবে। যদিও ইপিজেডের অর্ধেকের বেশি কারখানা রবিবার ছুটি ঘোষণা করেছে।’

অন্য কারখানাগুলোও ঘূর্ণিঝড় পরিস্থিতি বিবেচনা করে সকালের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

আব্দুস সোবহান আরো বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট তাতে মনে হচ্ছে চট্টগ্রাম কিছুটা সেফজোনে আছে। তা ছাড়া ঘূর্ণিঝড়ের মূল আঘাত সম্ভবত দুপুরের পর আসবে। তাই শিপমেন্টের চাপ আছে এমন কিছু কারখানা দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখতে পারে। তবে যা-ই হোক, কারখানা চালু বা বন্ধ থাকা পুরোটাই ঘূর্ণিঝড়ের মাত্রার ওপর নির্ভর করবে।’