আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, বিএনপির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনে অন্য দলের সঙ্গে গণ অধিকার পরিষদও থাকবে। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এ মুহূর্তে নতুন জোট গঠ করার পরিকল্পনাও নেই।
নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার কৌশল হিসেবে আপনারা বেরিয়ে আসছেন কি না―এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, এর সঙ্গে নিবন্ধনের সম্পর্ক নেই। গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে সময় দেওয়ার মতো সময় দলের নেতাকর্মীদের নেই।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রবাসী অধিকার পরিষদের’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য দেন ড. রেজা কিবরিয়া।
অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে সরে যান। আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দেন, এক বছরের মধ্যেই পরিবর্তন করে দেব।’
তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান, তারেক রহমান প্রমুখ।