গ্যাসের দাম আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া বিদ্যুতের দাম বাড়বে কিনা সে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারার নিজ বাসায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আবারও গ্যাসের দাম বাড়ানো হতে পারে। আর বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রক্রিয়াধীন আছে।
রাজধানীর চেয়ে বাইরে লোডশেডিংয়ের ভোগান্তি বেশি এমন তথ্য দিয়ে প্রতিমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। সেপ্টেম্বর নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশ্বাস দেন তিনি।
রাত আটটার পর দোকান খোলা সম্ভব নয় জানিয়ে নসরুল হামিদ বলেন, ব্যবসায়ীরা চাইলেও রাত আটটার পর দোকান খোলা রাখা সম্ভব নয়। দোকান মালিকদের কোনো আবেদন শোনা হবে না। রাত আটটাতেই বন্ধ করতে হবে দোকান। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত বাদে বাকি সব প্রতিষ্ঠানও রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি গাড়ি যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। সরকারি কাজ ছাড়া কেউ ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।