ঢাকামঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ সিটিতেই আমরা জিততে চাই : জি এম কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলেই নির্বাচন সুষ্ঠু হয় না, আওয়ামী লীগ ও বিএনপি তা প্রমাণ করেছে। ১৯৯১ সালেও তত্ত্বাবধায়ক সরকার ছিল, তবে সে সময় জাতীয় পার্টি সমান অধিকার পায়নি। জাতীয় পার্টির প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল।

শনিবার (০৬ মে) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকা।

জি এম কাদের বলেন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা পাঁচ সিটিতেই জিততে চাই। আমাদের প্রার্থীদের গ্রহণযোগ্যতা আছে। কিন্তু ভোটারদের অনেক প্রশ্ন- ভোটাররা বলছেন, আমরা ভোট দিতে পারব তো?

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমাদের প্রয়োজনে, কারো বি-টিম হিসেবে নয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সুমন আশরাফ, আবু সাঈদ স্বপন, আমিনুল হক সাইদুল, এম এ আসাদুজ্জামান মবিন, আবুল হাসনাত আজাদ, নাসির উদ্দিন হাওলাদার (নাসিম), আনিসুর রহমান বাবু, মো. রনি প্রমুখ।