ঢাকারবিবার, ৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোরবানির হাটে অতিরিক্ত হাসিল নিলে কঠোর ব্যবস্থা : সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

বুধবার (৪ জুন) বিকেলে নগরীর বিবিরহাট ও এক কিলোমিটার পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, “প্রত্যেক পশুর হাটে সিএমপির পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বেপারি, ইজারাদার কিংবা ক্রেতাসাধারণ—আইনি সহায়তার প্রয়োজন হলে যেন তারা নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করেন।”

তিনি আরও বলেন, “দূরদূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা যেন ভোগান্তির শিকার না হন, সে জন্য ইজারাদারদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।

সিএমপি সূত্রে জানা গেছে, প্রতিটি হাটে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল ব্যবস্থাপনায় নজর দেওয়া হচ্ছে।