শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল করিম হীরা (৯০) এবং তার স্ত্রী সালমা খাতুন (৮০)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকালে শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল রেজিস্ট্রেশন করতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে তারা আটক হন।
সাবেক মন্ত্রী হীরা ও তার স্ত্রী তাদের ব্যক্তিগত গাড়িতে করে শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছালে খবর পেয়ে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তাঁরা হীরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল হয় এবং সাবেক মন্ত্রীর বিচার দাবি করা হয়। গাড়িতে থাকা অবস্থায় হীরার দিকে জুতা ছোড়ার ঘটনাও ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী হীরা ক্ষমতায় থাকাকালে ব্যাপক দুর্নীতি করে অবৈধ সম্পদের মালিক হন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে সেই সম্পদ বিক্রি করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও দাবি করা হয়। যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা বলেন, হীরা ও তার স্ত্রী অর্থের প্রলোভন দেখিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাতে তারা সাড়া দেননি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, তাদের নামে শেরপুর বা জামালপুর থানায় কোনো মামলা নেই। তবে অন্যান্য থানায় মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালে জামালপুর-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯-২০১৪ মেয়াদে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী সালমা খাতুন ছিলেন জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।