ঢাকাবুধবার, ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাইয়া আকবর হত্যাকান্ডে সন্ত্রাসী সাজ্জাদের ভাই-ভাগনে আটক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৭, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান আলী ও মো. আলভিন। তাঁদের মধ্যে ওসমান আলী পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই এবং আলভিন তার ভাগনে।

সোমবার (২৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় পুলিশের সঙ্গে র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ ও পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

গত শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী আলী আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর নিহত আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে পতেঙ্গা থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনই হত্যা মামলার এজাহারভুক্ত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে সক্রিয় ছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল পরিকল্পনাকারী এবং অন্য আসামিদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব বলেছে, গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তকে আরও গতিশীল করবে।