অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি। দলের দাবি, এসব ব্যক্তির কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই দাবি জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “তিনজনের (দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা) পদত্যাগের বিষয়টি আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। আজকেও লিখিত ও মৌখিকভাবে বলেছি। তাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে।”
কোনো প্রতিক্রিয়া বা আশ্বাস পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেই আশ্বাস উনারা দেবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।”
তবে বিএনপি কখনো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলেও পরিষ্কার করে জানান তিনি।
বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে যমুনার সামনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “নির্বাচন বিষয়ে সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।”
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হলেও রাজনৈতিক অঙ্গনে বহুল প্রতীক্ষিত ছিল এ সংলাপ।
বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনমুখী পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। বিএনপির আগে ও পরে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।