ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রশংসনীয়: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—সেনাপ্রধানের এমন মন্তব্যকে ‘গণতান্ত্রিক ও সময়োপযোগী’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সেনাপ্রধানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশে একটি সময়মতো, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দরকার। এটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই।”

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের বিষয়ে বিএনপি অনড় নয় বলে জানান বিএনপি নেতা। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। যদি তিনি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন, তাহলে জনগণই বিকল্প খুঁজে নেবে। তবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের বিষয়ে বিএনপি অনড় অবস্থানে রয়েছে।”

সরকারের ওপর যমুনা ঘেরাওসহ বিভিন্ন ধরনের ‘চাপ প্রয়োগের সংস্কৃতি’ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “এই সংস্কৃতি সরকার তৈরি করেনি, তৈরি করেছেন সরকারের উপদেষ্টারাই। আজকে দেশের রাজনৈতিক সংকটের পেছনে তারাও কম দায়ী নন।”

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অভিযোগ করেন, “ছাত্র প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে যেকোনো সময় দেখা করতে পারলেও বিএনপির মতো জাতীয় রাজনৈতিক শক্তিকে অপেক্ষা করতে হয়। এটি বৈষম্যমূলক আচরণ এবং প্রক্রিয়ার স্বচ্ছতার অভাবকে স্পষ্ট করে।”

বিএনপি বর্তমানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।