ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার রাত ৮টার পর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে জামায়াত এবং পরে এনসিপির প্রতিনিধি দল প্রবেশ করে।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিচার, সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিয়ে মতবিনিময়ে অংশ নেন বলে জানা গেছে।

এরপর যমুনায় প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে জানানো হয়, “সরকারকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” এই অবস্থানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান উত্তেজনার পটভূমিতে এসব বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।