অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার অভিযোগ করেছিলেন, “চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।”
এই মন্তব্যের পরদিন শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে নির্বাচনী রোডম্যাপ, বিচার সংস্কার ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া গত ২৪ মে বিকেলে উপদেষ্টা পরিষদের এক জরুরি বিবৃতিতে জানানো হয়— সরকারকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে “জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে”।
এই বিবৃতির প্রেক্ষাপটেও বিএনপির সঙ্গে এই উচ্চ পর্যায়ের সংলাপকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিএনপির সঙ্গে বৈঠকের পর রাতে জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা— এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।