সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের একটি রায় নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. ইশরাক হোসেনকে ঘিরে একটি রায় ঘোষণার পর সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে উচ্চ আদালতের প্রতি অসম্মানসূচক মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল এবং রাষ্ট্রের বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করে।
এ প্রসঙ্গে আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, “রায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করে সারজিস আলম বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। তাই তাকে প্রধান বিচারপতির নিকট লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “নির্ধারিত সময়ের মধ্যে সারজিস আলম ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।”
আইনি নোটিশটি ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। এরপরই এনসিপি নেতা সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে রায় নিয়ে মন্তব্য করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ ব্যাপারে সারজিস আলমের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।