ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়েতের বৈঠক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর ‘যমুনা’ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় যাবে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আমন্ত্রণ পাওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি। বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত দলীয়ভাবে চূড়ান্ত করে জানানো হবে।” তবে দলীয় সূত্র বলছে, দলের শীর্ষ পর্যায়ের আলোচনার পর বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

একই সময়ে আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলও। বিষয়টি নিশ্চিত করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, “চলমান রাজনৈতিক সংকট নিরসনে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর আগেই প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান।

রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চলমান। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গতকাল বিএনপি ও জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ জানান। লক্ষ্য, সকল পক্ষকে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে নিয়ে আসা।

বৃহস্পতিবার রাতে সেনাপ্রধানের “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত” মন্তব্য এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এক-এগারো ঘরানার ‘ষড়যন্ত্র’ সম্পর্কে দেওয়া বক্তব্যের মধ্যেই এই আমন্ত্রণ ও বৈঠকের খবর সামনে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু দলীয় অবস্থান স্পষ্ট করার সুযোগ নয়, বরং আসন্ন নির্বাচনের কাঠামো, তফসিল ও রূপান্তর পরিকল্পনা নিয়ে একটি প্রাথমিক সমঝোতার দিকেও এগিয়ে যেতে পারে।