ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই উপদেষ্টার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো এনসিপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সম্পর্ক নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মুখে দলটির আহ্বায়ক  নাহিদ ইসলাম পরিষ্কার করেছেন যে,  দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তিনি বলেন, তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো ও দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

শনিবার (২৪ মে) ঢাকার বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন:”ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেছেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা সরকারে থাকবেন কি না, সেটাও তাদের নিজস্ব বিষয়। এনসিপির কোনো সাংগঠনিক বা আদর্শিক সম্পর্ক তাদের সঙ্গে নেই।”

তিনি বলেন, “এই দুই উপদেষ্টাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিকে যেভাবে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

নাহিদ ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একত্রে এবং পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে।”

তিনি আরও বলেন:”সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধানে পৌঁছাতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করা জরুরি।”

নাহিদ ইসলাম সেনাবাহিনীর সদ্য প্রকাশিত ৬২৬ জনের নামের তালিকা প্রসঙ্গে বলেন,”এই তালিকা আগেই প্রকাশ পেলে জনমনে বিভ্রান্তি কম হতো। সেনাবাহিনীকে নিয়ে যেন কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে, সেটি নিশ্চিত করা জরুরি।”

তিনি ওয়ান ইলেভেনের প্রসঙ্গ টেনে বলেন,”আমরা অতীতে দেখেছি সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির অনাকাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই সুখকর নয়। গুম-খুনসহ মানবতাবিরোধী অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের অনেকেই এখনও ধরা-ছোঁয়ার বাইরে।”

নির্বাচন নিয়ে বক্তব্যে এনসিপি আহ্বায়ক বলেন,”নির্বাচন কমিশন জনগণের আস্থার জায়গা হারিয়েছে। তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে, তা না হলে দায়িত্ব ছেড়ে দেওয়াই শ্রেয় হবে।”

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার পক্ষে মত দেন এবং বলেন,”নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হবে।”