ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত : ত্যাগী পরিক্ষিত নেতাকর্মীদেরকে রাখার আশ্বাস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের ২২ মে, চট্টগ্রাম নগরীর খুলশীতে অবস্থিত একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় ঐতিহাসিক এক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলার এসব ইউনিটের কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছিল। ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও ভঙ্গুরতা সৃষ্টি হচ্ছিল, যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ গোছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই বাস্তবতায় কেন্দ্রীয় নির্দেশনা ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তে সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কমিটি বিলুপ্ত করে আমরা নতুন যাত্রার সূচনা করছি। অচিরেই প্রতিটি ইউনিটে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, আন্দোলন-সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদেরই মূল্যায়ন করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে বিএনপির দক্ষিণ জেলা ইউনিট আগামী জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখবে এবং গণতান্ত্রিক ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের অপেক্ষায় এখন দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল বিএনপি, যারা দলকে সংগঠিত করে আবারও রাজপথে শক্তিশালী ভূমিকায় ফিরতে প্রস্তুত।