চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের পোড়া তেলের ডিপোতে কাজ করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন চার শ্রমিক।
কালো তেলের পুরোনো একটি ট্যাংকিতে কাজ করার সময় অক্সিজেন স্বল্পতায় তারা অচেতন হয়ে পড়েন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও একজন শ্রমিক পথেই মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টার দিকে ফৌজদারহাটের সিডিএ রোডের মুখে জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আরিফ, সুলতান, পেয়ারু ও মীর আহমেদ। নিহত শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি পুরোনো ট্যাংকিতে প্রথমে একজন শ্রমিক কাজ করতে নামেন। অক্সিজেন স্বল্পতার কারণে তিনি ভেতরে আটকা পড়লে একে একে আরও তিনজন শ্রমিক তাকে উদ্ধার করতে গিয়ে একইভাবে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, “কালো তেলের ট্যাংকির ভেতরে অক্সিজেনের অভাবে শ্রমিকরা জ্ঞান হারান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা জানান, “চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।”
এ ঘটনায় জামাল কোম্পানির মালিক জামাল উদ্দিন বলেন, “আমি বর্তমানে বাইরে আছি। ঘটনাটি শুনে ঘটনাস্থলে যাচ্ছি।”
দুর্ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং শ্রমিকদের জীবন-ঝুঁকি নিয়ে কাজ করার বাস্তব চিত্র আবারও সামনে এনেছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।