ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“আপনি ব্যক্তি ইউনূস নন, ১৮ কোটির ড. ইউনূস”—প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতার আহ্বান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আপনি শুধু ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আপনার পদত্যাগ চাই না।”

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক মুক্ত প্রতিবাদ সমাবেশে “জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী” শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, “আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি নোবেল জয়ী, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি কেনো এমন সিদ্ধান্ত নেবেন? গতকাল সংবাদমাধ্যমে আমরা দেখেছি, আপনি এনসিপি নেতাকে বলেছেন আপনার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এতে আমি মর্মাহত হয়েছি।”

তিনি আরও বলেন, “আপনাকে বসানো হয়েছিল একটি বিশেষ দায়িত্ব পালনের জন্য—সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব। ৯ মাস হয়ে গেলেও এখনো একটি রোডম্যাপ বা নির্বাচনের সময়সূচি জাতিকে জানানো হয়নি। এই বিলম্বজনিত কারণে জনগণের মাঝে হতাশা তৈরি হচ্ছে।”

এ সময় তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠীর চাপে পড়ে আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে আমরা, যারা গণআন্দোলনের মাধ্যমে আপনাকে সেখানে বসিয়েছি, আমাদেরও প্রশ্ন তোলার অধিকার আছে। এ কারণে আমাদের দল (বিএনপি) বলেছে, প্রয়োজনে প্রধান উপদেষ্টাসহ তিনজন উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।”

সমাবেশে ফারুক সরকারের নিরপেক্ষতা, সাংবিধানিক দায়িত্ব ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিক পথে থেকে নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান।