ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত : সেনাপ্রধান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২২, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত এবং এ বিষয়ে তার অবস্থান পূর্বের মতোই রয়েছে।

বুধবার (২২ মে) ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য রাখেন সেনাপ্রধান। সেখানে ঢাকায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন, অন্যদিকে অনেকেই ভার্চুয়ালি যুক্ত হন।

রাখাইন রাজ্যে সম্ভাব্য মানবিক করিডর স্থাপন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই নেওয়া উচিত এবং তা বৈধ প্রক্রিয়ায় হতে হবে। জাতীয় স্বার্থ সবার আগে দেখতে হবে এবং সব সিদ্ধান্তে রাজনৈতিক ঐকমত্য থাকা অপরিহার্য।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়া নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মতামত জরুরি। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত।”

মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ জনতার সহিংসতা নিয়ে সেনাপ্রধান কড়া বার্তা দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

সংস্কার নিয়ে এক প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, “কি ধরনের সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে—এ বিষয়ে আমি অবগত নই। আমার সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”

সামনে ঈদুল আজহা উপলক্ষে জনগণ যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সে বিষয়ে সেনা সদস্যদের সহযোগিতার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী কখনোই কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।

সবশেষে সেনাপ্রধান সব স্তরের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতের নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।