ঢাকামঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাসিক খরচ ৪,২০০ টাকায় বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। আজ মঙ্গলবার (২০ মে) প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করা নিয়ে সামাজিক মাধ্যমে তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, “স্টারলিংক আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল তারা ফোনে আমাকে বিষয়টি জানিয়েছিল এবং আজ সকালে এক্স হ্যান্ডেলে এটি ঘোষণা করে।”

প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করা হয়েছে স্টারলিংক রেসিডেন্স – মাসিক খরচ: ৬,০০০ টাকা, রেসিডেন্স লাইট – মাসিক খরচ: ৪,২০০ টাকা

উভয় প্যাকেজেই এককালীন ৪৭,০০০ টাকায় যন্ত্রপাতি সেটআপ কিনতে হবে। তবে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা ও সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিসম্পন্ন ইন্টারনেট সেবা।

গ্রাহকরা আজ থেকেই (২০ মে) অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে স্টারলিংক।

বিশেষজ্ঞদের মতে, খরচ তুলনামূলকভাবে বেশি হলেও স্টারলিংক দেশের প্রিমিয়াম গ্রাহক ও দূর্গম এলাকায় বসবাসরত এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ছোট ব্যবসায়ীদের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। ফাইবার অপটিক ইন্টারনেট যেখানে এখনো পৌঁছায়নি, সেখানে এই স্যাটেলাইট সংযোগ দ্রুতগতির বিকল্প তৈরি করবে।

স্টারলিংকের বাংলাদেশে এ সেবা চালু হওয়াকে দেশের প্রযুক্তি খাতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মাত্র তিন মাস আগেই স্টারলিংক বাংলাদেশে সেবা চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে ছিল। বাস্তবে আজকের এই আনুষ্ঠানিক যাত্রা সেই পূর্বপ্রত্যাশা পূরণ করল।