বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “বিএনপির কি এতো আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যেই আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তাদের কেন আহ্বান করতে হবে?”
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিভাগীয় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে। দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হয়ে পড়বে। বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্র আসত না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না। বিএনপি সুসংগঠিত না থাকলে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব হতো।”
তিনি আরও বলেন, “যে মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং নিজেকে বাংলাদেশি পরিচয়ে তুলে ধরেন, তিনিই কেবল বিএনপির সদস্য হতে পারেন। এই দেশের প্রতিটি ধূলিকণা বিএনপি ধারণ ও লালন করে।”
বক্তব্যে আওয়ামী লীগকে ‘গণতন্ত্রহীন’ ও ‘গণহত্যাকারী’ দল আখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, “গত বছরের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। তারা ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়েছে, কিন্তু আজও নিজেদের অপরাধের জন্য অনুশোচনা করেনি।”
তিনি আরও বলেন, “তারা গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলেছে। একটি দলের রাজনৈতিক মৃত্যু হলেও তারা এখনো ক্ষমতা আঁকড়ে ধরে আছে।”
সালাউদ্দিন আহমেদ বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযুক্ত করে দেশের ধর্মীয় ভারসাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের সকল ধর্মাবলম্বীর সমান অধিকার নিশ্চিত করেছিলেন।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ এবং সঞ্চালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।