ঢাকাবুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২০, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নারী নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোররাতে ডেমরার সারুলিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইডেন মহিলা কলেজের এক ছাত্রী ওই মামলাটি দায়ের করেন। মামলার পর রাত ২টার দিকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এর আগেও নোবেল একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন। ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় এক অনুষ্ঠানে গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম পারিশ্রমিক গ্রহণের পর তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হননি।

মাইনুল আহসান নোবেল, সংক্ষিপ্তভাবে ‘নোবেল’ নামে পরিচিত, একজন আলোচিত গায়ক, গীতিকার ও সুরকার। তিনি ২০১৮-১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশগ্রহণ করে দ্বিতীয় রানার-আপ হন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

রক, হার্ড রক, আরএনবি, ওয়ার্ল্ড ও জ্যাজ ঘরানার গানে দক্ষ এই গায়ক তার ক্যারিয়ার শুরু করেছিলেন কাভার গান দিয়ে। পরে মৌলিক গানেও নিজের অবস্থান তৈরি করেন। তিনি গিটার বাজাতে পারদর্শী এবং স্টেজ পারফরম্যান্সে সপ্রতিভ।

নোবেল ১৯৯৭ সালের ৭ নভেম্বর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোজাফফর এইচ নান্নু এবং মা নাজমা হোসেন। ২০১৯ সালে তিনি মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন; ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর তিনি ফারজান আরশীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তার ক্যারিয়ারে একাধিক বিতর্ক রয়েছে। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে অসংলগ্ন আচরণ করায় দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়ে এখনো নোবেল বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।