চট্টগ্রামের ইপিজেডে বকেয়া বেতন আদায়ের দাবিতে মরিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, যার ফলে এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
সোমবার (১৯ মে) দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধে ইপিজেড এবং আশপাশের এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মরিজ লিমিটেডের শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা মাসের পর মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং ইপিজেডের প্রধান সংযোগ সড়কে অবস্থান নেন। এতে করে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকা পড়া মানুষজনকে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, এমনকি সেনা সদস্যও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করছেন এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তবে শ্রমিকরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল কবীর বলেন, মরিজ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং রাস্তায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং কারখানার মালিকপক্ষের সাথেও যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, ইপিজেড কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন দ্রুত সমাধানের পথ খুঁজছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে আশা করা হচ্ছে। তবে বিকেল পর্যন্তও অবরোধ চলছিল এবং স্বাভাবিক যান চলাচল এখনো ফিরে আসেনি।