ঢাকারবিবার, ৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধা ও ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৯, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি চাকসু কলার ঝুপড়ি, প্রক্টর অফিস হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—এমন নানা স্লোগান দেন। বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চবি ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তা ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং দেশের সকল শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, “সাম্য হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নিরাপদ শিক্ষাঙ্গনের জন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে।”

বক্তারা আরও জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।