ঢাকাসোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জব্বারের বলীখেলা ও নৌকাবাইচ এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৯, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী খেলা, নৌকাবাইচও অন্তর্ভুক্ত করা হবে এই মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ক্যালেন্ডারে।

সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, জব্বারের বলীখেলা শতবর্ষী একটি আয়োজন, যা চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। এই খেলার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে বলীখেলা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর থেকে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হবে। একইভাবে, নৌকাবাইচ আয়োজনেও সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে। উপদেষ্টা পহেলা বৈশাখে নৌকা বাইচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং এই ঐতিহ্যগুলোকে সারাবছর ধরে সক্রিয়ভাবে ধরে রাখতে একটি সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। এ ক্যালেন্ডারের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলোর ধারাবাহিক উন্নয়ন ও উদযাপন সম্ভব হবে।

এছাড়া তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকা জিয়া স্মৃতি জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের বাজেট দ্বিগুণ করা হয়েছে এবং এখানে জিয়াউর রহমানের জীবনের স্মৃতি সংরক্ষণের জন্য গবেষণা ও কিউরেটর নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এটি সময়সাপেক্ষ হলেও জাদুঘরের মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে ফারুকী সরাসরি কোনো মন্তব্য না করলেও সকালে নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, “নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। সরকারের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলায় কাউকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করার যে নীতি, সেটাই অনুসরণ করা হচ্ছিল।” তিনি আরও উল্লেখ করেন, হয়তো সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসন অতিরিক্ত সাড়া দিয়ে ফেলেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি আশা প্রকাশ করেন, ফারিয়া আইনি প্রতিকার পাবেন এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আরও সংবেদনশীলভাবে সামাল দেওয়া হবে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।