ঢাকারবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৮, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের এম এম আলী সড়ক এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাতের ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে রবিবার (১৮ মে) দুপুরে নগরের বশর ভিলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা এলাকার তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার রবিউল (১৪)। তারা উভয়েই ঘটনার সময় জলাবদ্ধ পানিতে হাঁটছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, “ভবনের নিচে বৃষ্টির পানি জমে ছিল। সেই পানিতে বিদ্যুতের লিকেজ ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।”

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি আরও জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে, স্বজনরা এলে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।