ঢাকাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রাজনীতি এখন আ.লীগের টাকায় চলে : হাসনাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৭, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির রাজনীতি বর্তমানে আওয়ামী লীগের অর্থায়নে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু দলটির অর্থব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাইরে। কুমিল্লায় এমন অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেরই রাজনীতি আওয়ামী লীগের অর্থের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।”

তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের শত্রু ভাববেন না। এটা আপনাদের ভালোর জন্যই বলছি।”

এ সময় তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে বলেন, “যেসব হত্যাকাণ্ডের আসামি জামিনে মুক্ত হয়ে শহীদদের বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছেন—তাদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা প্রকাশ করা জরুরি। আদালত যদি কোনো চাপ বা প্রভাবের মধ্যে কাজ করে, সেটিও জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।”

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি, যা হতাশাজনক। “এই সরকার যদি মনে করে খুনিদের বিচার নয়, বরং অন্য কোনো সংস্কার বেশি জরুরি, তবে তারা ভুল করছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা সংস্কার এবং নির্বাচন—উভয়টাই চাই। সংস্কারের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ১৪ দল বিষয়ে তাদের অবস্থানও স্পষ্ট করা।”

এনসিপির এ নেতা জানান, আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। “আমরা যতক্ষণ রাস্তায় না নামছি, ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই না,” বলেন তিনি।

সমাবেশে এনসিপি, বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ নানা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।