চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন একটি দেয়াল ও প্রধান ফটক ধসে পাঁচজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন— মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, নির্মাণাধীন দেয়াল ও ফটক ধসে পড়ায় পাঁচজন শ্রমিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
দেয়াল ধসের কারণ এখনও স্পষ্ট নয়, তবে সংশ্লিষ্টরা মনে করছেন, নির্মাণকাজে নিরাপত্তা এবং নির্মাণমানের ঘাটতি থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর চিড়িয়াখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে ফায়ার সার্ভিস ও প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।