ঢাকাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে আ.লীগ নেতাকে গলায় ঝাড়ু-জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজান উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে গলায় ঝাড়ু ও জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আয়শা বিবির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফোরকান ওই এলাকার বাসিন্দা এবং তাজের মুল্লুক ওরফে ভুইল্যার ছেলে। তিনি যুবলীগের স্থানীয় একটি ওয়ার্ড শাখার সহ-সভাপতি এবং একইসঙ্গে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগেরও একজন সহ-সভাপতি বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

ঘটনার সময় ধারণ করা বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ফোরকানকে মাথা ন্যাড়া অবস্থায় গলায় ঝাড়ু ও জুতার মালা পরিয়ে কয়েকজন যুবক মারধর করছেন। তারা তার কাছে অস্ত্রের খোঁজ জানতে চাচ্ছেন। মারধরের এক পর্যায়ে ফোরকান চিৎকার করে কাঁদতে থাকেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. ফোরকানকে উদ্ধার করে হেফাজতে নেয়। তিনি আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামি।”

তিনি আরও বলেন, “ফোরকানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরদিন শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, মো. ফোরকান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী ছিলেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত উপস্থিতি ছিল তার।