ঢাকারবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে মৎস্যজীবী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক ভোলা (৪৫) সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌরসভা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতকানিয়া থানার এসআই মাহবুবুর রহমান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাম্মেল হক ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”

মোজাম্মেল হক ভোলা আশেকের পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক সহিংসতার অভিযোগে সংশ্লিষ্ট। তবে মামলার বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।