ঢাকাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবন-অশ্লীলতার ভিত্তিহীন অভিযোগে বৈবিছাআ নেত্রী লিজাকে বহিষ্কার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়েছে, লিজার মাদকসেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের আত্মত্যাগের স্মারকে গড়ে ওঠা এই সংগঠনের কোনো সদস্যের এমন আচরণ জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে সংগঠনের মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”

বহিষ্কারের পর রাত ৯টা ২৭ মিনিটে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ৪৪ সেকেন্ডের ভিডিওবার্তায় ফাতেমা খানম লিজা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’। তিনি বলেন, “আমি আল্টিমেটাম দিচ্ছি—আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকসেবনের প্রমাণ না দিতে পারলে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমার ‘অনিয়ন্ত্রিত জীবন’ নিয়ে অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিরোধের ফসল।”

এই প্রসঙ্গে বৈছাআ নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন,“সিগারেট বা ভেইপ—৫০টিরও বেশি দেশে নিষিদ্ধ। দায়িত্বশীল অবস্থান থেকে এগুলোকে প্রশ্রয় দেওয়া, এবং কিছু ছবি আদান-প্রদান অনিয়ন্ত্রিত জীবনযাপনেরই ইঙ্গিত দেয়। আইনগত ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে তা মোকাবিলা করা হবে।”

একই দিনে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নগর কমিটির যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম এবং সংগঠক শাহরিয়ার সিকদারকেও বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত সদস্যদের একাংশ ও তাদের অনুসারীরা দাবি করেছেন, এসব সিদ্ধান্ত এককভাবে আহ্বায়ক ও সদস্য সচিব নিয়েছেন, সংগঠনের বাকি সদস্যদের মতামত বা অংশগ্রহণ ছাড়াই। তারা বিবৃতিতে বলেন, “বৈছাআ কখনোই একক নেতৃত্বে বিশ্বাস করে না। কোনো ব্যক্তি যদি সংগঠনের ভেতরে ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন, তা আমরা প্রতিহত করব। আমরা ঐক্য, স্বচ্ছতা ও সমানাধিকারের ভিত্তিতেই এগিয়ে যেতে চাই।”

বৈছাআ-কে কেন্দ্র করে শুরু হওয়া এই বহিষ্কার-প্রতিক্রিয়ার নাটক চট্টগ্রামের ছাত্র রাজনীতির পটভূমিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।