ঢাকাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পালানোর সময় বিমানবন্দরে ধরা পড়লেন চসিকের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তৌফিক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৭, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তৌফিক আহমেদ চৌধুরীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে বিদেশ পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তৌফিক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে রাজধানীর পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “তৌফিক আহমেদ চৌধুরী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শাহজালাল বিমানবন্দরে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি পল্টন থানায় রয়েছেন। প্রাথমিকভাবে পল্টনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারীর আরও তিনটি মামলায় পরে গ্রেফতার দেখানো হবে।”

তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি যুবলীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘনিষ্ঠ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত।

এছাড়া, চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র বলছে, তার বিরুদ্ধে আরও তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য মামলাগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।