ঢাকাশুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চসিকের স্কুলে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ‘হেলথ কার্ড’ : মেয়র ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘স্টুডেন্টস হেলথ কার্ড’। প্রাথমিকভাবে চসিকের পাঁচটি স্কুলে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং পরে ধাপে ধাপে সকল স্কুলকে এই ব্যবস্থার আওতায় আনা হবে। আগামী ২১ মে, বুধবার কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ মে) এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রথম ধাপে যে পাঁচটি স্কুলে এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে সেগুলো হলো—পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল-এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমরাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে দুটি কমিটি—একটি কেন্দ্রীয় কমিটি এবং একটি স্কুলভিত্তিক কমিটি। কেন্দ্রীয় কমিটিতে মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। অন্যদিকে, স্কুলভিত্তিক কমিটিতে রয়েছেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, শ্রেণিশিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতির নিয়মিত মূল্যায়নে সহায়ক হবে এবং আগাম রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, এই উদ্যোগের কথা সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকেও জানানো হয়েছে, যিনি এর প্রশংসা করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

স্টুডেন্টস হেলথ কার্ডে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, স্কুল, শ্রেণি, পিতা-মাতার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাঁচ বছর বয়স থেকে ১৭ বছর পর্যন্ত মোট ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার তথ্য এতে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিবারের পরীক্ষায় শিক্ষার্থীর ওজন, উচ্চতা, দাঁতের অবস্থা, চোখ ও কান পরীক্ষা, ত্বক ও চুলের স্বাস্থ্য, রক্তচাপ, রক্তে কণিকার তথ্যসহ অন্যান্য শারীরিক তথ্য লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি, জন্ম পরবর্তী বিভিন্ন টিকাদানের তথ্যও এতে সংযুক্ত থাকবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা এই উদ্যোগকে যুগান্তকারী বলে উল্লেখ করেন। তিনি জানান, মেয়রের চিন্তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চসিকের শিক্ষা বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করবে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সকল লজিস্টিক সহায়তা প্রদান করা হবে। প্রথম ধাপে নির্ধারিত পাঁচটি স্কুলে কার্যক্রম চালু হওয়ার পর ধাপে ধাপে চসিকের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে।