ঢাকাশুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ভাঙ্গা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে সংগঠিত একটি বিক্ষোভ মিছিল শেষে ভাস্কর্য ভাঙার কাজ শুরু হয়।

জানা যায়, বিকেল ৩টার দিকে ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে বিকেল ৫টা থেকে ভাস্কর্য ভাঙার কাজ শুরু হয়।

প্রথমে লোহার হাতুড়ি ব্যবহার করে ভাস্কর্যে আঘাত করা হয়। এরপর সন্ধ্যার দিকে ড্রিল মেশিন দিয়ে ভাঙার কাজ চালানো হয়।