তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছুঁড়ে মারার ঘটনাকে “ষড়যন্ত্রের অংশ” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ্যানি বলেন, “এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ পরিবেশ ঘোলাটে করে উত্তেজনা বাড়াতে চায়।”
তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ইঙ্গিত করে বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। প্রতিনিধিদের বসিয়ে আলোচনার মাধ্যমে যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব।”
এ্যানি দাবি করেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। “একটি চক্র লুটপাটের অর্থ ব্যবহার করে ভোটের পরিবেশকে অস্বাভাবিক ও অস্থির করে তুলতে চাচ্ছে,” বলেন তিনি।
বর্তমান সরকারের প্রসঙ্গে এ্যানি বলেন, “অন্তর্বর্তী সরকার সব দাবি একদিনে মানতে পারবে না। যেখানে ১৭ বছর ধরে লুটপাট, অনিয়ম ও দুঃশাসন চলেছে, সেখানে সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। তবে আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত পথ বের করা যেতে পারে।”
এই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, এবং বিএনপি নেতা হাফিজুর রহমান ও মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ উপস্থিত ছিলেন।