ঢাকাশুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় ফেল করেও পদোন্নতি: চসিক প্রকৌশলীর পদোন্নতি বাতিল করলেন মেয়র

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিদ্যুৎ উপ-বিভাগের সহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাসের অনিয়মিত পদোন্নতির আদেশ বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) মেয়র ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

এর আগে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় “পরীক্ষায় ফেল করেও চসিক প্রকৌশলীর পদোন্নতি” শিরোনামে, যেখানে উল্লেখ করা হয় রুপক চন্দ্র দাস চাকরির নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন।

মেয়রের দপ্তর থেকে পাঠানো অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ওই পদোন্নতির অনুমোদন বাতিল করা হয়েছে।

অফিস আদেশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধান (যন্ত্র), প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীসহ দায়িত্বশীল দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম নগরবাসীর একাংশ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এমন পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।