তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় আটককৃত মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর ডিবি অফিসে উপদেষ্টা মাহফুজ আলম ব্যক্তিগতভাবে হুসাইনের সঙ্গে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তথ্য উপদেষ্টা আন্দোলনের অবসান হলে হুসাইনকে নিজ বাসায় আমন্ত্রণ জানান বলে জানা গেছে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অনুরোধ পত্র পাঠিয়ে হুসাইনকে তার অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের আবেদন করেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানান, “আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)–সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে।” তিনি জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত সমাধানের আশ্বাসও দেন।
ঘটনাটি ঘিরে দেশের বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও বর্তমানে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলো বিষয়টি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।