ঢাকাশুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৬, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে এই আল্টিমেটাম ঘোষণা করেন তারা।

বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যার প্রতিবাদে তারা স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় থানার মূল ফটকে অবস্থান নিয়ে ব্যানার হাতে তারা দাঁড়িয়ে থাকেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানার ভিতরে প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। পুলিশের পক্ষ থেকে তদন্ত ও গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

ঘটনার পর পরই শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। আদালত ইতোমধ্যে তাদের কারাগারে পাঠিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।