চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আনন্দভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক সংগঠন Private University National Association of Bangladesh (PUNAB) জানিয়েছে
১৬ মে (শুক্রবার) এই আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজ, গান, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা।
পুনাব সূত্রে জানা গেছে, “গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করার আনন্দে” এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন–এর সঙ্গে পুনাবের প্রসিডিয়াম সদস্যরা সাক্ষাৎ করেন এবং তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। একইসঙ্গে জেলা প্রশাসককেও আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
পুনাবের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে রাজনৈতিক প্রেক্ষাপটে আনন্দ উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক সম্প্রীতির চিত্র তুলে ধরা হবে।