চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়করণের মাধ্যমে চরম বৈষম্য চালানো হয়েছে।
তিনি বলেন, “৩৬ জুলাই তথা আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কাজ শুরু করেছে। এখন সময় এসেছে তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার।”
বুধবার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রামের বিআইএ কনফারেন্স রুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দুর্নীতিমুক্ত থেকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে আপনাদের সচেতন ভূমিকা প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই তেল সেক্টরে তাদের নিয়ন্ত্রিত ট্রেড ইউনিয়নগুলোর নিবন্ধন বাতিল করে সিবিএ ভেঙে দিতে হবে এবং অবিলম্বে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী করার দাবি আমরা জানাচ্ছি।”
সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ড জামায়াত আমির মুহাম্মদ ইউসুফ, বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সবাই মিলে দাবি করেন, তেল সেক্টরে রাজনৈতিক প্রভাব, দলীয় নিয়ন্ত্রণ এবং দুর্নীতিকে বন্ধ করে শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, বদলি ও ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালিত হতে হবে।