ঢাকাশুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় কেএনএফ নেতা লাল পেলেং কিং বমের মৃত্যু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৫, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)–এর নেতা লাল পেলেং কিং বম (২৭) মারা গেছেন। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, গত বছরের ২৬ জুন থেকে লাল পেলেং কিং বম কারাগারে বন্দি ছিলেন। তিনি কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে একই সংগঠনের আরও কয়েকজন সদস্যের সঙ্গে বন্দি ছিলেন।

সিনিয়র জেল সুপার বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে তিনি হঠাৎ চিৎকার শুরু করেন এবং খিঁচুনিতে আক্রান্ত হন। দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মৃত লাল পেলেং কিং বমের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়া গ্রামে।

চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া না যাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্বতন্ত্র তদন্ত বা বিচারিক অনুসন্ধান শুরুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।