ঢাকাবুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতার সমাধানে চট্টগ্রামকে উদাহরণ গড়তে হবে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৪, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে ‘দৃষ্টান্ত’ সৃষ্টি করতে হবে।”

বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “আমরা অনেক রকম তাত্ত্বিক আলোচনা করেছি, সেসব আর করতে চাই না। এখন আমাদের লক্ষ্য জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া। একবারেই তা সম্ভব নয়, তবে ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে।”

ড. ইউনূস আরও বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা কেবল একটি স্থানীয় সমস্যা নয়, বরং প্রতীকী একটি সংকট। এটির সফল সমাধান দেশের অন্যান্য শহর ও জেলাগুলোকেও উৎসাহিত করবে। এজন্য চট্টগ্রামকে হতে হবে অনুকরণীয় উদাহরণ।”

তিনি সতর্ক করে বলেন, “এই বর্ষা মৌসুমেই যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে পূর্ববর্তী সকল প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি প্রত্যেক সংস্থাকে নিজ নিজ দায়িত্বে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, “চট্টগ্রামের যে অবকাঠামোগত ও প্রশাসনিক সক্ষমতা রয়েছে, তা অনেক শহরের নেই। এখন প্রয়োজন সেই সক্ষমতার সঠিক ও সময়োপযোগী ব্যবহার।”

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।